19 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি

বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার (২ মে) সকালে বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাসহ ঈদের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বকে বলেন, “বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।”

রাষ্ট্রপতি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রপতি ভবনে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

সাধারণত রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন।

কিন্তু বিশ্বের কয়েকটি দেশে মহামারী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের কারণে গত দুই বছরের মতো এবারো রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহ ময়দানের কর্মসূচি বাতিল করা হয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র জানান, নামাজ শেষে রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

পরে তিনি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। তবে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশী কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সাথে কোন আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ