19 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে আগুনে পুড়ে গেল ৬টি দোকান

নোয়াখালীতে আগুনে পুড়ে গেল ৬টি দোকান

নোয়াখালীতে আগুনে পুড়ে গেল ৬টি দোকান

বিএনএ নোয়াখালী:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মার্কেটের ৬টি দোকান পুড়ে গেছে।রোববার (২ মে) ভোরে উপেজলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের সওদাগর মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান বাজারের ব্যবসায়ীরা। রাত পৌনে ২টার দিকে একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুটি গোডাউন, একটি ফার্মেসি, একটি কম্পিউটার, একটি প্লাস্টিক, একটি গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া জানান, খবর পেয়ে তাদের স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অন্তত একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ