18 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভোট গণনা শুরু, লড়াইয়ে এগিয়ে মমতা

ভোট গণনা শুরু, লড়াইয়ে এগিয়ে মমতা

মোদী

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই হ্যাটট্রিক ক্ষমতায় থাকছে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আলোচিত এই নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।

রোববার (২ মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ২৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ২১টিতে বিজেপি। বিধানসভা নির্বাচনে মোট ২৯২টি আসনের মধ্যে ১৪৭ টিতে জয় পেলে নিশ্চিত হবে মসনদ। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে ২টি আসনে নির্বাচন পিছিয়েছে।

করোনা মহামারীর বিষয়টি মাথায় রেখে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে আগের তুলনায়। আগেরবার যেখানে ৯০টি গণনাকেন্দ্র ছিল, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০৮টি। ১০ বছর আগে বামদুর্গ ভেঙে এ রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল বুঝিয়ে দেয়, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছেন।

রোববার পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ভোট গণনা। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের দিকেই নজর সবার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ