বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে পথচারীকে বাঁচাতে গিয়ে জুয়েল বৈদ্য রাজিব (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপজেলার ঘরতাকিয়া আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল বৈদ্য রাজিব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের বিমল বৈদ্যর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি জোরারগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আনসার ক্যাম্পে এলাকায় পৌঁছালে তার গাড়ির সামনে এক পথচারী পড়েন। তাকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার কথা শুনেছি। তবে পুরাতন মহাসড়কে দুর্ঘটনার বিষয়টি লোকাল থানা দেখভাল করে।
বিএনএনিউজনাবিদ/