36 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - এপ্রিল ৩, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, কক্সবাজার : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া মাদক বাড়িতে মাদক সেবনে নিষেধ করায় ক্ষিপ্ত ভাসুরের ছুরিকাঘাতে জান্নাত আরা (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাগু মিয়ার পুত্র মো. ইসমাইলের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ‎ মোজাহেরুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করি। ঘটনার পর ঘাতক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, নাগু মিয়ার পুত্র মাদকাসক্ত মোঃ ইব্রাহিম প্রকাশ লুতিয়া ঘুম থেকে উঠেই ঘরেই মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এসময় ছোট ভাই ইসমাঈলের স্ত্রী জান্নাত আরা মেহমান আসবে বলে তাকে মাদক সেবন না করতে বলেন। এতে ক্ষিপ্ত হন মোঃ ইব্রাহিম প্রকাশ লুতিয়া। এছাড়া নিজ স্ত্রীর সাথে কলহের জন্যও ছোটভাইয়ের স্ত্রী জান্নাত আরাকে দোষারোপ করে আসছিলো। ক্ষুব্ধ হয়ে লুতিয়া প্রথমে গালি-গালাজ করে। এক পর্যায়ে নিজের ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধু জান্নাত আরা। ঘটনার সময় তার স্বামী মোঃ ইসমাইল কক্সবাজার শহরে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ