বিএনএ, ঢাকা:কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগনে নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০)। অপরজন ফাহিম অনিক (২৩) কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী পলাশ ও অনিক একটি গায়ে হলুদের অনুষ্ঠানে মোল্লাতেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জিলা স্কুলের সামনে দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিকও মৃত্যুবরণ করেন।
বিএনএ/ওজি