বিএনএ, ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জন হয়েছে। এই সংখ্যা ৩ হাজার জনেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এসব তথ্য জানান।
জাতিসংঘের জাতিসংঘের মানবিক বিষয়াদি সমন্বয় অফিসের (ওসিএইচএ) প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষজন তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছে। ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে জুমার নামাজের সময় আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। এটিকে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বহু স্থাপনার পাশাপাশি প্রাচীন প্যাগোডা ও শতাব্দী-প্রাচীন মসজিদ ভেঙে পড়েছে। ওসিএইচএ জানিয়েছে, মিয়ানমারের মান্দালয় এলাকায় একটি প্রাক-বিদ্যালয় ধসে ৫০ জন শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছে।
বিএনএ/ওজি