স্পোর্টস ডেস্ক: জিনেদিন জিদান, লুইস এনরিকের সঙ্গে ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নামটাও শোনা গিয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) তাদের আগ্রহের কথা জানিয়েছে আনচেলত্তিকে। এমনকি ব্রাজিলের ফুটবলাররাও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন। এতে রোমাঞ্চিত হলেও রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ বলেছেন, তিনি মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আর সে চুক্তির প্রতি সম্মান দেখাতে চান।
লা লিগায় রোববার ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলবে মাদ্রিদ। সে ম্যাচকে সামনে রেখে গতকালের সংবাদ সম্মেলনে সিবিএফ থেকে তার সঙ্গে যোগাযোগ করার কথা জানান আনচেলত্তি, ‘হ্যাঁ, ব্রাজিলের জাতীয় দল আমাকে চায়। নতুন প্রস্তাব পেলে ভালো লাগে, আমি রোমাঞ্চিতও। কিন্তু বাস্তবতা হলো আমি (রিয়াল মাদ্রিদের সঙ্গে) চুক্তিবদ্ধ। সেটাকে সম্মান দেখাতে হবে।’
৬৩ বছর বয়সী আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০২৪-এর জুন পর্যন্ত।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়ের পর পদত্যাগ করেন কোচ চিচি। তারপর থেকেই তার উত্তরসূরির সন্ধান করছে সিবিএফ। স্থায়ী কোচ হিসেবে কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত র্যামন মেনজেসকে আপৎকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ