24 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » হালিশহরে ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের জেল

হালিশহরে ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের জেল


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় মনিরুল ইসলাম একজন ভুয়া দন্ত চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ এপ্রিল) চট্টগ্রামের হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসি’র কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেন নি।

তিনি বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ