বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি গুইমারাতে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আঞ্চলিক সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)র ছাত্র সংগঠনের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযানে খাগড়াছড়ি জেলার গুইমারা থানার ১নং ইউপির নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অভিযানে গুইমারা উপজেলার ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে দারাছ চন্দ্র চাকমা(২২)কে আটক করে। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন , প্রাথমিকভাবে সে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)র ছাত্র সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম।