বিএনএ,চট্টগ্রাম : কবিতা মানুষের মাঝে সংগ্রাম, ভালবাসা, স্বপ্ন, শান্তি, কল্যাণ এবং শ্রেয়োবোধ উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। বুধবার (৩ মার্চ) অমর একুশে বইমেলা পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, কবিতা মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়। কবিতার ভিতর দিয়ে মানবজাতির বিবর্তনের ইতিহাস জানা যায়। কবিতার জন্য সবচেয়ে বড় কথা হলো কবিতাকে মানুষের হৃদয়ের কাছে নিয়ে যাওয়া, তবেই কবিতা বেঁচে থাকে।
তিনি বলেন, পাকিস্তান আমলে প্রথম আঘাত আসে আমাদের সংস্কৃতি ও ভাষার উপর, সেই ১৯৪৮সালে বাংলা ভাষার সংগ্রাম শুরু করে ১৯৫২ সালে এদেশের তরুণ ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে।
তিনি আরও বলেন, জাতির পিতার ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” সে এক অমর কবিতা, এই কবিতাই মহান মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
তিনি বলেন, কবিতা মানুষের মাঝে সংগ্রাম, ভালবাসা, স্বপ্ন, শান্তি ও কল্যাণ এবং শ্রেয়োবোধ উজ্জীবিত করে। এখানেই কবি ও কবিতার স্বার্থকতা।
বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক ফাউজুল কবির বলেন, বাঙ্গালির আন্দোলন সংগ্রামের শানিত হাতিয়ার হয়েছে কবিতা। দ্রোহের সঙ্গে শান্তির বারতাও বহন করে চলেছে কবিতা। কবিতাই হলো মানব জাতির ভবিষ্যতের প্রেরণা। কবিতাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ভাষা আন্দোলনের সংগ্রামে চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী কবিতা ‘কাঁদতে আসেনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ শীর্ষক কবিতাটি ভাষা আন্দোলনের এক অনবদ্য রচনা, যা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে।
স্বাগত বক্তব্যে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, আমরা বাঙালি, আমাদের চিন্তায়, চেতনায়, ভাষা, সাহিত্যে সংস্কৃতি সবসময় ঐতিহাসিকভাবে জড়িত। কবিতার মধ্য দিয়ে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। কবি ও কবিতার মধ্যে দিয়ে নতুন প্রজন্মর মনে প্রেরণার সঞ্চার হবে বলে প্রত্যাশা করি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ মমিনুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বইমেলা পরিষদের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকতা লুৎফুন নাহার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক ফাউজুল কবির। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সলিম উল্লাহ বাচ্চু।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন