18 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুন

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুন

নিপুণ আক্তার

বিএনএ ডেস্ক, ঢাকা: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুন আক্তার।

বুধবার (২ মার্চ) হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। হাইকোর্টে ন্যায়বিচার না পাওয়ার বিষয়টি উল্লেখ করে নিপুন জানান, এ রায়ে তিনি খুশি নন। আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রায়ের প্রতিক্রিয়ায় নিপুনের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, মামলার বাদি নিপুন আক্তার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার পক্ষে। রায়ের সত্যায়িত অনুলিপির জন্য আবেদন করা হবে। কাগজপত্র সব হাতে পেলেই আগামী সপ্তাহে আপিল কার্যক্রম শুরু হবে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে মঙ্গলবার (১ মার্চ) একই বেঞ্চে এ সংক্রান্ত রুলের ওপর শুনানি হয়। এরপর আরও শুনানি ও আদেশের জন্য বুধবার (২মার্চ) দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ এই রায় দেন আদালত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার