বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৯৯ জন এবং উপজেলায় ১০ জন। মঙ্গলবার (২ মার্চ ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ১০৮ জন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ২জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৯৪টি নমুনা পরীক্ষায় ২৪জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৫টি নমুনা পরীক্ষায় ৩১জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ১৩ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫টি নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যাদের নগরে ৯৯ জন এবং উপজেলায় ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১০৮ জন।
বিএনএনিউজ/আমিন