28 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকার ঢালারমুখ পাহাড়ে মাটি চাপা পড়ে মো. আলম নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবারে (২ ফেব্রুয়ারি) বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।

জানা গেছে, বন বিভাগকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে ওই স্থানে পাহাড় কেটে আসছে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার। সে ওই এলাকায় বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। প্রতিদিনের মতো পাহাড় কাটার সময় শুক্রবার বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।

এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ শাহীন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ