26 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে মাঝারি শৈত্যপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে মাঝারি শৈত্যপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ

বিএনএ,ঢাকা:তীব্র শীতে কাবু পুরোদেশ।বিশেষ করে হতদরিদ্রদের ভোগান্তির যেন শেষ নেই।শীতে দারুণভাবে কষ্টে থাকা মানুষগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তারা বলছে,বুধ থেকে রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে।মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।আর মাসের শেষ ভাগে দেশের কিছু জায়গায় শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে।চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

দীর্ঘমেয়াদী কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৭৫ থেকে ৩.৭৫ মিলিমিটার এবং গড় সূর্যের আলো ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ