বিনোদন রিপোর্ট : জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। এর আগে তিনি এক সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার দিবাগত রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন এবং মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ সেবন করেও কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, যা শারীরিক অবস্থাকে আরও সংকটময় করে তোলে।
অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একজন সুপরিচিত মুখ। তিনি নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও চিত্রনায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। যৌথ প্রযোজনার সিনেমা এবং বিদেশি চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।
তিন শতাধিক সিনেমায় অভিনয় করা অঞ্জনা দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দেশীয় চলচ্চিত্র জগতে তার অবদান অনন্য। শধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও আলাদা খ্যাতি রয়েছে তার। অভিনেত্রী অঞ্জনা বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৯টি দেশের ১৩টি ভাষায় অভিনয় করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও হংকংয়ের সিনেমায় দেখা গেছে তাকে।
বিএনএনিউজ২৪, এসজিএন