21 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুল ছাত্রকে হত্যা

মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুল ছাত্রকে হত্যা

দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর বনানী মহাখালী এলাকায় মাদক সেবনের বাধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ হাসান (১৬), সোহাগ আহমেদ (১৭) নামে দুইজন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনাটি ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ নিহত হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুই কিশোর ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, মৃত আরিফ মহাখালী সাততলা পাশের বস্তিতে পরিবারের সঙ্গে বসবাস করতো। তার বাবার নাম কবির হোসেন।তিনি ক্ষুদে ব্যবসায়ী। আরিফ স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো বলে জানা গেছে। আহত দুজন একটি কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতো।

নিহতের বন্ধু আনোয়ার হোসেন জানান, মহাখালী কাঁচা বাজারের সামনে কয়েকজন বন্ধু এক সঙ্গে হয়ে আড্ডা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে মাদকাসক্ত জনি, নুরুসহ ১০-১২ জন কিশোর ও যুবকসহ নেশা করে এসে আরিফ, হাসান ও সোহাগকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, কিছুদিন আগে বস্তি এলাকায় তারা মাদক সেবন করছিল। তখন আরিফসহ কয়েকজন মিলে তাদেরকে মাদক সেবনে বাধাঁ দেস। তার জের ধরে এঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । নিহত আরিফ ২ভাই ৩বোনের মধ্যে সে ছিল ৩য়।

বনানী থানার উপ পরিদর্শক( এসআই) শামিম আহমেদ ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষরা আরিফকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত থাকা কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদেরকে গ্রেফতার করা জন্য অভিযান চলছে।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ