27 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » মগবাজার ফ্লাইওভারে বাইকের ধাক্কায় নারী নিহত

মগবাজার ফ্লাইওভারে বাইকের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর হাতিরঝিলের মগবাজার ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৭০) এক নারী নিহত হয়েছেন। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চালক শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমি নাখালপাড়ার বাসায় যাচ্ছিলাম। এ সময় হঠাৎ ভারসাম্যহীন ওই নারী আমার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে আমি তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালককে ক্যাম্প পুলিশের হেফাজতে রাখা হয় পরে সংশ্লিষ্ট থানা পুলিশকে কাছে হস্তান্তর করা হয়েছে ।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন যারা ঢাকায় তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার খুলশীতে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার