20.7 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় ৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চকরিয়ায় ৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও নাশকতা সৃষ্টির মূলহোতা এবং হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে দীর্ঘ ৬ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ার চিরিংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল করিম চকরিয়া থানার সওদারঘোনার সামশুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানায়, ভুক্তভোগি লুৎফুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয় উমখালী বাজারে মুদির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

গত ১৫ অক্টোবর রাতে চকরিয়া থানা এলাকায় আধিপত্য বিস্তার, নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী রেজাউল করিম এবং অন্যান্য সহযোগীরা দেশী অস্ত্র নিয়ে লুৎফুর রহমানের মুদির দোকানে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে।

এ সময় ভিকটিম তাদের প্রতিহত করার চেষ্টা করলে রেজাউল করিম এবং অন্যান্য সহযোগিরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে মুদির দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল নিয়ে যায়। সে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

গ্রেপ্তারকৃত আসামি রেজাউল করিমের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হত্যা ও মারামারি সংক্রান্ত ২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ