20 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় ২৪ ঘণ্টায় আরও দুই মৃত্যু, শনাক্ত ২৮২

করোনায় ২৪ ঘণ্টায় আরও দুই মৃত্যু, শনাক্ত ২৮২

দেশে একদিনে ১১১৬ জনের করোনা শনাক্ত

বিএনএ,ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে । এ ছাড়া আক্রান্ত হয়েছে ২৮২ জন।

বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৩ জনে।মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন।

মোট পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। এ সময়ে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

উল্লেখ্য,দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ