বিএনএ, ঢাকা : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ছাত্রদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। তদন্তে সব বের হয়ে আসবে বলেও জানান তথ্যমন্ত্রী।
বুধবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, সোমবার রাতে রামপুরায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কিন্তু এই ঘটনার পর ১৫টি বাসে আগুন দেয়ার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে জানান তথ্যমন্ত্রী। ছাত্রদের আন্দোলনে কালিমা লিপ্ত করার জন্য একটি পক্ষ মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী আরও বলেন, বিএনপি গত ১২ বছর ধরে সরকার পতনের হুমকি দিয়ে আসছে। তবে আওয়ামী লীগ মাঠে নামলে তাদের অস্তিত্ব থাকবে না বলে জানান তথ্যমন্ত্রী।
বিএনএনিউজ/এইচ.এম।