18 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » Fifa arab cup: তিউনেশিয়া,কাতার জয়ী, ইরাক-ওমান খেলা ড্র

Fifa arab cup: তিউনেশিয়া,কাতার জয়ী, ইরাক-ওমান খেলা ড্র

FIFA Arab Cup Qatar

ফিফা আরব কাপ কাতার২০২১( FIFA Arab Cup Qatar 2021™) মঙ্গলবার(৩০নভেম্বর) কাতারে শুরু হয়েছে। ঝাকজমকপূর্ণ  উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট, কর্মকর্তারাসহ ফুটবল বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা যোগ দেন।

 

ফিফা আরব কাপ কাতার এর প্রথমদিনের খেলার ফলাফল:

ম্যাচ-১, গ্রুপ- এ -কাতার ১-০গোলে বাহরাইনকে পরাজিত করেছে।

গ্রুপ-বি- ম্যাচ-২ , তিউনেশিয়া ৫-১গোলে মৌরিতানিয়াকে হারিয়েছে।

গ্রুপ- এ-ম্যাচ-৩, ইরাক-ওমান খেলা ১-১গোলে ড্র হয়।

ফুটবল খেলার সময় সূচি ২০২১

বুধবার (১ডিসেম্বর) এর খেলা চারটি :

আরব আমিরাত এর জয়লাভ 

গ্রুপ-বি, ম্যাচ-৪:  আরব আমিরাত ২-১গোলে সিরিয়াকে হারিয়েছে। খেলাটি মঙ্গলবার রাত ১টায় অনুষ্ঠিত হয় আরএএস আবু অ্যাবাউন্ড স্টেডিয়ামে।

গ্রুপ-ডি,ম্যাচ-৫, স্থানীয় সময় বিকেল ৪টায় আলজেরিয়া বনাম সুদান

গ্রুপ-ডি,ম্যাচ-৬, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এজিপ্ট(মিশর) বনাম লেবানন

গ্রুপ সি,ম্যাচ-৭, মরক্কো বনাম ফিলিস্তিন,স্থানীয় সময় রাত ১০টা

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ