বিএনএ ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তাদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। এখনও নিখোঁজ আছে একজন।
এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক নারী। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখন পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ডুবুরি দলের সদস্যরা।
নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান, সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বুড়িগঙ্গায় নৌকাডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯টার দিকে সদরঘাট ও সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন তারা। পরে বিকেল ৩টার দিকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিএনএনিউজ/আরকেসি