21 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভাঙ্গায় গাঁজাসহ যুবক আটক

ভাঙ্গায় গাঁজাসহ যুবক আটক

ভাঙ্গায় গাঁজাসহ যুবক আটক

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসে করে মাদক বহনকালে ৯ কেজি গাঁজা ও বিদেশী মদসহ মো. গোলাম রসুল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১০। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম রসুল খুলনার রূপসা থানার মৃত মহসিন শেখের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। অভিযানে ট্রাভেল ব্যাগে করে ঢাকাগামী যাত্রীবাহী বাসযোগে গাঁজা ও বিদেশী মদ পরিবহনকালে আনুমানিক ২ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা মূল্য মানের ৯ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ গোলাম রসুলকে আটক করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে কাভার্ডভ্যান চালকের আত্মহত্যা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রাভেল ব্যাগে করে যাত্রীবাহী বাসযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আটক যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ সাজ্জাদ হোসেন সাজু/ বিএম

Loading


শিরোনাম বিএনএ