বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। একই সময়ে নতুন করে ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।
বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১০৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৪৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৩২ জন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
বিএনএনিউজ/এইচ.এম।