18 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

বিএনএ রাঙ্গামাটি: চার মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। মঙ্গলবার (৩১ আগস্ট) মধ্যরাত থেকেই হ্রদে জাল ফেলেন তারা। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে  কাপ্তাই পাড়ের ৫০ হাজার জেলে পরিবারে স্বস্তি ফিরেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার ও বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র কাপ্তাই হ্রদ। এর তীরবর্তী প্রায় ৫০ হাজার পরিবার এই হ্রদের মাছ ধরার ওপর নির্ভরশীল। প্রতিবছর মাছের প্রজননের স্বার্থে পহেলা মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে জেলা প্রশাসন ও মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে চার মাস করা হয়। ৩১ শে আগস্ট শেষ হয় সেই মেয়াদ। একারণে জেলে ও ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ঘাটে নিয়োজিত কর্মচারীদের মাঝেও ব্যস্ততা বেড়ে গেছে। ব্যস্ত সময় কাটছে সকল বরফ কলের কর্মচারীদেরও।

এবার চার মাস মাছ আহরণ বন্ধ থাকায় বাকি সময়ে ভালো মাছ পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ