বিএনএ, বিশ্বডেস্ক : গত চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত আরও ৮৯২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় ১২শ’র বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। এদিন দেড় লাখের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি।
সংক্রমণ শনাক্তে পরের অবস্থানেই রয়েছে ভারত। দেশটিতে আরও ৪৩ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৬২ জন।
এদিকে, মঙ্গলবার ব্রাজিলে করোনায় ৮৮২ জন, রাশিয়ায় ৮শ’, ইরানে ৬৪৩ জন ও ইন্দোনেশিয়ায় ৫৩২ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৫ লাখের বেশি।
বিএনএনিউজ/এইচ.এম।