25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঈদগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ঈদগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু


বিএনএ, ঈদগাঁও(কক্সবাজার) : কক্সবাজার জেলার ঈদগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হেলাল উদ্দীন (২২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার(১ আগস্ট) সন্ধ্যায় ঈদগড় মোহাম্মদ শরীফ পাড়া গ্রামের বাসিন্দা বাইশারী ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।হেলাল উদ্দীন ঈদগড়ের ৯নং ওয়ার্ড বৈদ্যপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

জানা যায়,  সাবেক মেম্বার জয়নাল উদ্দিনের বাড়িতে কাজ করার সময় অসাবধানবশত মিটারের পাশের দেওয়ালে প্লাস্টারের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এ সময় অন্যান্য সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

সেখানে কর্মরত চিকিৎসক হেলাল উদ্দীনকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ, জিএন

Loading


শিরোনাম বিএনএ