31 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম

বিএনএ,ঢাকা: বিশ্ব বাণিজ্য সংস্থার ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১’ শিরোনামে পোশাক রপ্তানি বিষয়ক প্রকাশিত এক প্রতিবেদনে বিদায়ী ২০২০ সালে বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠেছে।চীন বরাবরের মতোই  প্রথম স্থান ধরে রেখেছে এবং বাংলাদেশ এখন তৃতীয় স্থানে নেমে গেল।

 গত ৩০ জুলাই প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে আর বাংলাদেশ রপ্তানি করেছে ২ হাজার ৮০০ কোটি ডলারের তৈরি পোশাক।পাশাপাশি এক নম্বরে থাকা চীন ১৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।

 

বিশ্বব্যাপি করোনা মহামারির প্রভাব বাংলাদেশের রপ্তানীতেও আঘাত হেনেছে।২০২০সালে রপ্তানি যেখানে ১৫ শতাংশ কমেছে, সেখানে ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ৭ শতাংশ। আর তাতেই দীর্ঘদিন ধরে পোশাকের বিশ্ববাজারে একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রাখা বাংলাদেশ প্রতিযোগিতা থেকে একধাপ নিচে নেমে যায়।বিশ্বের মোট পোশাক রপ্তানি ৩১ দশমিক ৬ শতাংশ করে চীন।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ