বিএনএ, যশোর :যশোরে একটি নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া জেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুর জেলার বাসিন্দা ম্যানেজার আজিজুল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের মৃত রমজানের ছেলে শ্রমিক নুরু (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আটতলা বিশিষ্ট নির্মাণাধীন বিল্ডিংটির ছয়তলার ব্যালকনিতে কাজ করছিলেন তারা। হঠাৎ করে ব্যালকনিটি তাদেরসহ ভেঙে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।