25 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে বাসে আগুনে ২৫ জনের মৃত্যু

ভারতে বাসে আগুনে ২৫ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দিবাগত মধ্যরাতে রাজ্যের বুলধানায় সমৃদ্ধি মহামারী এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় ওই বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৩২-৩৩ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, বাসটির একটি টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

বিএনএ/এমএফ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ