বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ট্রাক চাপায় সিদ্দিক আলী (৩৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আব্দুল জলিল জানান, নিহত সিদ্দিক পেশায় ট্রাকের হেলপার ছিলেন। মাতুয়াইল-ডেমরা রোডে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের বাড়ী ঝিনাইদহ জেলায়। তার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিএনএ/ আজিজুল, ওজি