বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৫০টি চোরাই মোবাইল সেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ( ৩০ জুন ) রাতে নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার পানদাউক মুন্সিপাড়ার মো. রহমত আলীর মো. সোহেল(৩৫), একই এলাকার মৃত আনোয়ার আলী মিয়ার ছেলে মো. আশরাফুল মিয়া (২৮), মো. নুরুল হকের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৯) ও মো. ঝারু মিয়ার ছেলে মো. গোলাম নুর মিয়া(১৯)।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জন সংযোগ) মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ৫০ টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম