25 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ২

মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ২


বিএনএ, মিরসরাই( চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে একটি ধান বোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়েছে।  গুরুতর আহত হয় একজন।

বৃহস্পতিবার ( ১ জুন) বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে গাড়ির মালিক কুমিল্লার রফিক উদ্দিন জানান, তার গাড়িটি চট্টগ্রাম থেকে ফার্নিসারের ভাড়া নিয়ে নোয়াখালী গিয়েছিল। ফেরার সময় খালি গাড়ি ফেরার কথা। গাড়িতে শুধু তার ড্রাইভার দিদার ছিল। কিন্তু এখন শুনতেছি গাড়িতে ধান বোঝাই ছিল সাথে দুইজন লোক ছিল। জানতে পেরেছি দুইজনের এক জন‌ লেবার অন্যজন ধানের মালিক। আহত লোকটি‌ লেবার বলে জানতে পেরেছি। তাহলে আমার ড্রাইভার দিদার ও ধানের মালিক মারা গেছে কিনা বুঝতেছি না।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ উত্তর বাইপাসের ইউটার্নের সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ধানের বস্তা বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির ভিতরে থাকা ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হন এবং অপর ১ জনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ‌কিন্তু আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ