28 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ


বিএনএ ডেস্ক : ২০২৩-২৪ এর প্রস্তাবিত বাজেটে পুরুষের জন্য করমুক্ত আয়সীমা  ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে । এ ছাড়া  নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার(১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ ছাড়া প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা , যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। এটি আগে ছিল ৩ লাখ টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ