27 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে মোট বাজেট ৫০ কোটি ৫৪ লাখ, বরাদ্দ বেড়েছে গবেষণায়

ববিতে মোট বাজেট ৫০ কোটি ৫৪ লাখ, বরাদ্দ বেড়েছে গবেষণায়

ববিতে মোট বাজেট ৫০ কোটি ৫৪ লাখ, বরাদ্দ বেড়েছে গবেষণায়

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি পাশ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর। অন্যান্য বছরের তুলনায় গবেষণা খাতে এবার বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে।

এবার গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২ লাখ টাকা, যা মোট বাজেটের দুই দশমিক ০১৮ শতাংশ। গত বছর গবেষণায় বরাদ্দের পরিমাণ ছিল ৮২ লাখ টাকা, যা ছিল মোট বাজেটের এক দশমিক ৭২ শতাংশ।

জানা গেছে, গত অর্থবছরের বাজেট ছিল ৪৭ কোটি ৪৩ লাখ টাকার। এবার ৩ কোটি ১১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৫০কোটি ৫৪ লাখ টাকায়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে, ৪৩ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা।

বর্তমান বাজেটে বেতন ও ভাতাদি খাতে ৩১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে, যা মোট বাজেটের ৬১ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৫৯ লাখ, যা মোট বাজেটের ২৮ দশমিক ৮৬ শতাংশ, স্বাস্থ্য খাতে ৬ লক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের শূন্য দশমিক ১১৮ শতাংশ।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পবিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ‘আমরা চলতি বছর ৬৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেটের চাহিদাপত্র দিয়েছিলাম। কিন্তু ইউজিসি কর্তৃপক্ষ ৫০কোটি ৫৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে।”

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ