28 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ার কাছে হেরে বিদায় আর্জেন্টিনার

নাইজেরিয়ার কাছে হেরে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বাছাইপর্ব থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। শেষ সময়ে আসর আয়োজনের স্বত্ব পাওয়ায় খেলার সুযোগ পায় লিওনেল মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। কিন্তু আসরে বেশি দূরে যেতে পারলো না তারা।

বুধবার বাংলাদেশ সময় রাতে সান জোয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলোয় যাত্রা থেমেছে যুবা আলবিসেলেস্তেদের। দ্বিতীয়ার্ধে দুই গোল করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আফ্রিকান প্রতিনিধি নাইজেরিয়া।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরায়েলকে স্বাগত জানাতে দেশটির ফেডারেশন অস্বীকৃতি জানায়। ফিফা শাস্তি হিসেবে তাদের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বাতিল করে। যা পরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারা আর্জেন্টিনাকে দেওয়া হয়।

কুড়িয়ে পাওয়া ওই সুযোগে গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেললেও শেষ ষোলোয় ধসে গেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা যুবারা। দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগায় ব্রাজিল-ইতালির গ্রুপ থেকে শেষ ষোলোয় আসা নাইজেরিয়া।

ম্যাচের ৬১ মিনিটে প্রথম লিড নেয় তারা। গোল করেন ইব্রাহিম বেজি মোহাম্মদ। ওই গোল শোধ করার চেষ্টা শেষ পর্যন্ত করে গেছে আকাশি-সাদা জার্সির অনূর্ধ্ব-২০ দলটি। কিন্তু গোল শোধ করতে পারেনি তারা। বরং নাইজেরিয়ান যুবারা যোগ করা সময়ে গোল করে শেষ আটে নাম তোলে। দলটির হয়ে দ্বিতীয় গোল করেন রিলওয়ানু হিলারু সারকি।

স্বাগতিক আর্জেন্টিনা ছিটকে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিশ্চিত করেছে শেষ আটের টিকিট। আগামী ৩ জুন তাদের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইসরায়েল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক পিন্টু আর নেই শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ড নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি  সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন