বিএনএ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এক লক্ষ টাকা কুড়িয়ে পান আব্দুল গফুর নামে এক রিকশাচালক। সেটার মালিক খোঁজে তাকে ফেরত দিয়েছেন।
জানা যায়, বুধবার (৩১ মে) জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল নামক স্থানে এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান আব্দুল গফুর। এতগুলো টাকা পেয়ে তিনি প্রকৃত মালিক খোঁজার জন্য টাকা পাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন। পরে পুলিশের মাধ্যমে ওই টাকা প্রকৃত মালিক রেজাউলের কাছে হস্তান্তর করেন।
আব্দুল গফুর (৬০) জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনির বাসিন্দা।
টাকার মালিক ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। ব্যাংক থেকে দুপুরের দিকে টাকা তুলে কর্মস্থলে যাওয়ার পথে টাকাগুলো হারিয়ে যায়। গরিব রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে দুপুর এসআই মামুনসহ ফোর্স পাঠিয়ে দিয়ে টাকাগুলো উদ্ধার করি। পরে রিকশাচালক আব্দুল গফুরকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী রেজাউলের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।’
বিএনএনিউজ/এইচ.এম।