15 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে কিছু বেকার-নাসির হোসেন

মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে কিছু বেকার-নাসির হোসেন

খেলোয়াড় অলরাউন্ডার নাসির হোসেন

বাংলাদেশ ক্রিকেট দলের একসময়কার নিয়মিত খেলোয়াড় অলরাউন্ডার নাসির হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে কিছু বেকার লোক।  যারা ট্রল করে, সমালোচনা করে তারা সংখ্যায় খুব কম মানুষ।

রোববার(৩০ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তি তথ্য প্রকাশ করে নাসির হোসেন বলেন, তার দুটি ফোন আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি?

প্রায় ৭ বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি না কি ৮০টি সিমও ব্যবহার করেন।

সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর মুখ খুললেন জাতীয় দলে ‘সাবেক’ খেলোয়াড়  নাসির হোসেন।

৩১ বছর বয়সী ক্রিকেটার নাসির হোসেন আরও জানান, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সাথে আমার ছবি যোগ করে দিয়েছে এরা। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না।

নাসির আরও বলেন,আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা। আমাদের এখন একটা সন্তান আছে। তাকে নিয়ে এখন আমাদের সবকিছু।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ