বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত গত ২৪ ঘন্টায় আরও ১১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন।২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ হাজার ৯৯৬ জন।
সোমবার (০১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া।
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৪৭৯ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৩০৫ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ২০৯ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১২ জন এবং মারা গেছেন ৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।
জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭৩৯ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ৫৪২ জন।
বিএনএ/ ওজি