30 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ৩

বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ৩

বাস

বিএনএ, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১ মে) সকালে উপজেলার পালেরহাটের সিদ্দিকের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামান বলেন, সকালে সিদ্দিকের বাড়ি এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যান দুটির চালক নিহত হন। আহত হন কয়েকজন।

আহতদের মধ্যে এক নারী ও শিশু সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে শিশুটির মৃত্যু হয়। আহত ওই নারীর অবস্থাও গুরুতর। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ট্রাক ও বাসচালকের লাশ যান দুটির বডি কেটে বের করার চেষ্টা করছে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ