24 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রোববার প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ৩৬ লাখ মানুষ

রোববার প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ৩৬ লাখ মানুষ

রোববার প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ৩৬ লাখ মানুষ

বিএনএ ঢাকা: করোনা মহামারির প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কার এই দুঃসময়ে জীবন ও জীবিকা নির্বাহের জন্য আবারও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

রোববার(২ মে) করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৬ লাখ গরিব মানুষকে আড়াই হাজার টাকা করে মোট ৯১২ কোটি ৫০ লাখ দেবেন সরকার প্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সহায়তার টাকা।সব রকম স্বচ্ছতা নিশ্চিত করতে এই সহায়তা কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি তদারক করা হচ্ছে ।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, গত বছরও করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ৩৫ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮৮০ কোটি টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। এবার করোনার শুরুতেই প্রধানমন্ত্রীর নির্দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৯০ কোটি টাকার সহায়তা দেয় ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও সাড়ে ১০ কোটি টাকার সাহায্য জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।সবমিলিয়ে দেড় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, হাওড় অঞ্চলে ধানকাটা নির্বিঘ্ন করা, টিসিবির মাধ্যমে ৬ মে পর্যন্ত ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।তার নির্দেশনায় এবং সময়মতো নজরদারির কারণে হাওর অঞ্চলে ৮০ শতাংশ ধান কাটা হয়েছে।

সচিব বলেন, এসব উদ্যোগের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থা সামাজিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে। যাতে সাধারণ মানুষের কোন কষ্ট না হয়। মধ্যবিত্তদের গোপনে সহায়তা দিতে সরকারের ৩৩৩ কল সেন্টার চালু করা হয়েছে।সরকার মূলত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের লক্ষ্য করে একটি কল সেন্টার নম্বর -৩৩৩ পরিসেবা চালু করেছে। যারা দ্বিধান্বিত ও বিব্রত, যারা সহায়তা চাইতে পারেনা, এটি মূলত তাদের জন্য।কেউ যদি ৩৩৩ নম্বরে কল করে সাহায্য চান, জেলা প্রশাসন তাদের পরিচয় গোপন করে সহায়তা দেবে বলে জানান তিনি।

এদিকে, করোনা সংক্রমণের এই দুঃসময়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ