30 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনা ভয়াবহতা, নিত্যনতুন মাইলফলক তৈরি হচ্ছে ভারতে

করোনা ভয়াবহতা, নিত্যনতুন মাইলফলক তৈরি হচ্ছে ভারতে

করোনা ভয়াবহতার নিত্যনতুন মাইলফলক তৈরি হচ্ছে ভারতে

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত।প্রতিদিনই সংক্রমণ আর মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।

করোনায় আক্রান্ত রোগীর চাপ বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।রাজধানী দিল্লী, মহারাষ্ট্র, কর্ণাটকসহ আরও বেশ কয়েকটি রাজ্যের সব হাসপাতালের ভেতরে ও বাইরে স্বজন হারানোর কান্না।

সেবা না পাওয়ার জন্যে অনেকে চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের ওপর দোষ চাপাচ্ছেন। কিন্তু চিকিৎসকরাও নিরুপায়। কারণ স্বল্প জনবল নিয়ে তারাও পেরে উঠছেন না।এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ মাধ্যমগুলো জানায়,শুক্রবার(৩০ এপ্রিল)দেশটিতে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।এক সপ্তাহের বেশি সময় ধরে  দৈনিক তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এবার তা চার লাখ ছাড়াল।টানা চতুর্থ দিনের মতো সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।এখন বিশ্বের মোট মৃত্যুর ২৫ শতাংশই ঘটছে ভারতে।

প্রাণহানির তালিকায় এখনও শীর্ষে আছে মহারাষ্ট্র। দিনে ৮ শতাধিক মৃত্যু রাজ্যটিতে; চারশ’র কাছাকাছি প্রাণহানির তথ্য দিয়েছে দিল্লি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহামারির পুরো সময়ে যতো প্রাণহানি হয়েছে-এর ২৩ শতাংশই হয়েছে শুধু এপ্রিলে।

স্বাস্থ্য বিষয়ক গবেষকরা আশঙ্কা করছেন, মহামারি পরিস্থিতি মে মাসে আরও ভয়াবহ হবে। দৈনিক সংক্রমণের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত করোনায় ২ লাখ ১২ হাজারের মতো প্রাণহানি ঘটেছে। মোট সংক্রমিত এক কোটি ৯২ লাখের কাছাকাছি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ