বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে মা, ভাই ও বোনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম বকুল (৪১) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার সময় রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম বকুল একই এলাকার নুরুল ইসলাম ও শহিদা বেগমের পুত্র। তবে তার মা শহিদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী ও সন্তানদের শহরে রেখে গ্রামের নিজ বাড়িতে আসেন। ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধে জড়ায়। এর জের ধরে হাতাহতির এক পর্যায়ে বকুলকে দা, কুড়ালসহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা ও ছোট ভাই রাজু আহমেদ প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে চমেক হাসপতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/নাবিদ