18 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানালেন চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানালেন চবি উপাচার্য


বিএনএ, চবি: বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান দান, আহরণ ও বিতরণের উর্বর কেন্দ্র। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণার বিকল্প নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। শিক্ষা, গবেষণার উপর গুরুত্ব দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিভাগীয় সভাপতিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে হলে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, ও বি ই কারিকুলাম প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রাখতে হবে। এক্ষেত্রে বিভাগীয় সভাপতিদের সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ।

বিএনএ/সুমন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার