38 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানালেন চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানালেন চবি উপাচার্য


বিএনএ, চবি: বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান দান, আহরণ ও বিতরণের উর্বর কেন্দ্র। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণার বিকল্প নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। শিক্ষা, গবেষণার উপর গুরুত্ব দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিভাগীয় সভাপতিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে হলে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, ও বি ই কারিকুলাম প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রাখতে হবে। এক্ষেত্রে বিভাগীয় সভাপতিদের সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ।

বিএনএ/সুমন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ