বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে ডিমপাড়া একটি রাজহাঁস ও একটি মোরগ চুরি হয়েছে। সেই সাথে চোরের দল নিয়ে গেছে পাশের বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক বাল্বও। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী নাথ পাড়ায় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, চোরেরা আকুবদণ্ডী গ্রামের শুভ নাথের ডিমপাড়া শখের রাজহাঁস ও মোরগ শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ঘরের তালা ভেঙে নিয়ে যায়। এসময় তাদের পাশের বাড়ির সজল নাথের রান্নাঘরের এনার্জি বাল্বটিও খুলে নিয়ে গেছে চোরের দল।
শুভ নাথ জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার পর রাতের কোনো এক সময়ে চোর এ ঘটনা ঘটিয়েছে। শখ করে গত তিন মাস আগে আড়াই হাজার টাকা দিয়ে হাঁসটি কিনেছিলাম। হাঁসটি ডিম পাড়তো। হাঁসের সাথে রাখা ২ কেজি ওজনের মোরগটিও চোর নিয়ে গেছে। মোরগটি আসন্ন পহেলা বৈশাখের দিন পরিবারের সাথে খাওয়ার জন্য কিনেছিলাম।
সজল নাথ বলেন, তার রান্না ঘরের বৈদ্যুতিক বাল্ব, দুধ পাউডার, চিনি ও চা-পাতা নিয়ে গেছে। তার স্ত্রী সকালে চা বানাতে গিয়ে বিষয়টি টের পান।
স্থানীয় ইউপি সদস্য জোবাইদা রুনু জানান, এলাকায় ইদানিং ছিঁচকে চোরের উৎপাত বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। হাঁস-মুরগি, রান্নাঘরের জিনিসপত্রসহ কোনো কিছুই বাদ দিচ্ছে না চোরের দল।
বিএনএনিউজ/ বাবর মুনাফ