21 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ মরদেহ উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক: কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমিতে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন।

শুক্রবার (৩১ মার্চ) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কানাডার পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে। পরে শুক্রবার (৩১ মার্চ) আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের উপ-প্রধান লী অ্যান ও’ব্রায়ান বলেন, নিহতরা সবাই দুটি পরিবারের সদস্য। একটি পরিবার রোমানিয়ার পাসপোর্টধারী। অপর পরিবারটি ভারতীয়। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।

ধারণা করা হচ্ছে, অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। জলাভূমিতে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মিলবে নিশ্চিত তথ্য।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ