বিএনএ, স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩৬৭ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ডারবান টেস্টে ৯৮ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে আছে বাংলাদেশ।
মূলত স্পিনার সাইমন হার্মারে বিপদে পড়েছে বাংলাদেশ। ওপেনার সাদমানকে তুলে নেওয়ার পর পর তুলে নিলেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হককে।
দলীয় ২৫ রানের মাথায় সাদমানকে হারানোর ধাক্কা সামলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এ জুটি দলকে ১৫.২ ওভারে পঞ্চাশ পর্যন্ত নিয়ে যান।
দুজনের দারুণ ব্যাটিংয়ে দল কোনো বিপদ না ঘটিয়ে পৌঁছে যায় আশির ঘরে। আর এসময় ফের বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হার্মার। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন তিনি শান্তকে।
হার্মারের চতুর্থ শিকার মুশফিক। ক্যাচ আউটের শিকার হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৯৪।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭ (আগের দিন ২৩৩/৪) (বাভুমা ৯৩, ভেরেইনা ২৮, মুল্ডার ০, মহারাজ ১০, হার্মার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২; তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯ ওভারে ৯৮/৪ (জয় ৪৪*, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ০*; অলিভিয়ের ৪-১-৯-০, উইলিয়ামস ৫-০-১৫-০, হার্মার ২০-৭-৪২-৪, মহারাজ ১৯-১০-২৪-০, এলগার ১-০-৮-০)
বিএনএনিউজ/এইচ.এম।