বিএনএ, বিনোদন প্রতিবেদক : করোনায় আক্রান্ত সংগীতশিল্পী মিতা হককে বুধবার (৩১ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা রয়েছে নিয়ন্ত্রণে।
মিতা হকের মেয়ে জয়ীতা জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ কয়েকদিন তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
জয়ীতা বলেন, করোনার শুরু থেকেই মা সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন। এক বছর তো নিরাপদ ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি করোনা আক্রান্ত হয়ে গেলেন। তবে ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। জানা যায়, মিতা হক কিডনি রোগী। গত ৫ বছর ধরে নিয়মিত ডায়লাইসিস নিয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এই সংগীতশিল্পী।
সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়ীতাও রবীন্দ্র সংগীতশিল্পী। এ ছাড়া মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
বিএনএনিউজ২৪/আরআর খান, এসজিএন